সিডনি টেস্ট ভারত তার জন্য হেরেছিল! ১২ বছর পর স্বীকার করলেন বাকনার

0
54

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

‘২০০৮ সালের সিডনি টেস্ট। মাংকি গেট কান্ড থেকে ভারতের বিরুদ্ধে ভুল আউট দেওয়া। বিতর্কতে ঝাঁজরা হয়েছিল। সেই টেস্ট ভারত তার জন্যই হেরেছিল এতদিন পর স্বীকার করলেন সেই টেস্টের ক্যারিবিয়ান আম্পায়ার স্টিভ বাকনার।

Steve Bucknar | newsfront.co
সংবাদ চিত্র

তিনি বলেন, ২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটো ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম। প্রথম ভুলটা করেছিলাম তখন ভারত সত্যি ম্যাচ নিয়ন্ত্রণ করছে। আমার ভুলে এক অজি ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল। আর দ্বিতীয় ভুলটা করেছিলাম ম্যাচের পঞ্চম দিনে। আর তার জন্য ভারতকে ম্যাচ হারতে হয়েছিল। এই সিদ্ধান্তটাই ভারতকে টেস্ট থেকে ছিটকে দিয়েছিল।‘

আরও পড়ুনঃ আগামী সপ্তাহে ইংল্যান্ডে নিয়ম মেনে মাঠে ফিরবেন দর্শকরা

ওই দুটো সিদ্ধান্তের জন্য এখনও আক্ষেপ করেন বাকনার। তিনি বলছেন, ‘আমিই কি প্রথম আম্পায়ার যে টেস্টে দুটো ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম? ওই দুটো আউটের সিদ্ধান্ত এখনও আমাকে দুঃখ দেয়।‘

প্রসঙ্গত শুধু তিনি নন সেই টেস্টে ইংল্যান্ড আম্পায়ার মার্ক বেনসনও অনেক ভুল আউট দিয়েছিলেন। সৌরভের ক্যাচ মাইকেল ক্লার্ক মাটি থেকে তুলে নেন বেন সন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং-র কাছ থেকে জেনে সৌরভকে ভুল আউট দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here