কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের ধরাশায়ী হওয়ার পর আগামী অক্টোবর মাসে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ১৫ জনের দলে ডাক পেলেন স্মিথ-ওয়ার্নার ও প্যাট কামিন্সরা। উইকেট-রক্ষক ম্যাথু ওয়েড এর সাথে রাখা হয়েছে নবাগত তরুণ উইকেট-রক্ষক আক্রমণাত্মক ব্যাটসম্যান জোস ইংলিশকে। এটাই তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট।
প্রসঙ্গত আগামী ১৭ই অক্টোবর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে । সুপার টুয়েলভ অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ তেইশে অক্টোবর। গত ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে নতুন দল করার সিদ্ধান্ত নেয় । সেই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন যে অভিজ্ঞতা সঙ্গে তারুণ্যের ভারসাম্য রেখেই অস্ট্রেলিয়া দল তৈরি করা হয়েছে। অভিজ্ঞ স্মিথ, ওয়ার্নার, প্যাট কামিন্স ,ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, মার্ক স্টয়নিসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ড্যানিয়েল ক্রিষ্টান , নাথান এলিস ও ড্যানিয়েল সম্স রিজার্ভ হয়ে দলের সঙ্গে যাবেন। উল্লেখ্য উপমহাদেশের পিচ স্পিন-সহায়ক ও মন্থর হওয়ার জন্য দলে তিনজন স্পিনারকে অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাডাম জাম্পা, মিচেল সুয়েপসন ও অ্যাস্টন আগারকে অস্ট্রেলিয়া দলে রাখা হয়েছে। পাঁচবারের বিশ্বকাপ জয়ী দুইবারের রানারআপ অস্ট্রেলিয়া এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করতে পারেনি। অস্ট্রেলিয়ার ১৫ জন সদস্যরা হল অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), পাট কামিন্স (সহ-অধিনায়ক) ,ডেভিড ওয়ার্নার , জোশ হাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল , ম্যাথু ওয়েড( উইকেট-রক্ষক) মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, মিচেল স্বেপশন, জোস ইংলিশ, মিচেল মার্শ, মার্কাস স্টোয়নিস, স্টিভ স্মিথ ও কেন রিচার্ডসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584