অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
নতুন বছরে বাবা হতে চলেছেন। তাই বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি।
বিসিআইয়ের কাছে পিতৃত্বকালীন ছুটি চাওয়ায় কোহলির সেই ছুটি মঞ্জুর হয়েছে। আর এই খবর সামনে আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনুরাগীদের মধ্যে। তবে ক্যাঙ্গারুর দেশ থেকে বর্ডার-গাভাসকর সিরিজের মাত্র একটি ম্যাচ খেলে কোহলির দেশে ফিরে আসার খবরে হতাশ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়া।
অনেকে মনে করছেন কোহলির অনুপস্থিতিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধারের কাজ অনেক সহজ হবে। আর ভারত অধিনায়কের এমন সিদ্ধান্তে অবাক এবং একইসঙ্গে হতাশ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। দেশের জার্সি গায়ে ১৬৮ টেস্ট খেলা প্রাক্তন অজি ক্রিকেটার বলছেন, “আমি সত্যি হতাশ যে ও দলের সঙ্গে থাকছে না। একইসঙ্গে অবাকও বটে।”
আরও পড়ুনঃ রোহিতকে ভারতের অধিনায়ক করা উচিত বলছেন গম্ভীর
ওয়ার সংযোজন, “বাইশ গজে প্রায় সবকিছু আদায় করার পর এটা ওর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু অবশ্যই পরিবার সবার আগে।”
উল্লেখ্য, আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজের পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। আর ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন কোহলি। অর্থাৎ ২৬-৩০ ডিসেম্বর দ্বিতীয় তথা বক্সিং ডে টেস্ট থেকে বিরাটকে ছাড়াই খেলতে হবে ভারতকে।
কোহলির অনুপস্থিতি নিয়ে বিশ্বকাপজয়ী স্টিভ ওয়া বলছেন, সিরিজ নিয়ে উদ্দীপনা অনেকটা কমে যাবে। তার কথায়, “এটা দুই বছর আগে যেমন ভারত ওয়ার্নার ও স্মিথ না থাকায় সুবিধা পেয়েছিল এখানে ও অস্ট্রেলিয়া তাই পাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584