পাঁশকুড়ার করোনা হাসপাতাল চত্বরের বর্জ্য পদার্থ থেকে নির্গত হচ্ছে দুর্গন্ধ

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ হয়নি, কারণ এমনিতেই সাফাই কর্মীর অভাব, তার ওপর বড়মা কোভিড হাসপাতাল পরিস্কারের দায়িত্ব পড়েছে পাঁশকুড়া পুরসভার কাঁধে। যার ফলে সমস্যা পিছু ছাড়বেনা বলে ভাবছেন পাঁশকুড়াবাসী। করোনা সংক্রমণের পর থেকে করোনা হাসপাতাল তৈরি হয় পাঁশকুড়ায়।

cleaner | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি উদ্যোগে বড়মা হাসপাতালে শুরু হয় করোনা চিকিৎসা। যার ফলে করোনা হাসপাতালের রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক প্রায় সকলের, ব্যবহৃত পিপিই ,মাস্ক, গ্লাবস, টুপি, ওষুধের বর্জ্য পদার্থ হলদিয়ার এক সংস্থা সংগ্রহ করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ রান্নার আগুনে পুড়ে ছাই সাগর পাড়ার দুটো বাড়ি

কিন্তু গতকয়েক মাসের রোগীদের খাবারের ব্যবহৃত কাগজের পাত্র ,প্লাস্টিকের জলের বোতল সহ, বিভিন্ন ধরণের সামগ্রী ফেলার কোন ব্যবস্থা না থাকায়, সেগুলি পলিথিনের মধ্যে ঢুকিয়ে হাসপাতালের পেছনে মজুত রাখা হয়। দীর্ঘদিন পড়ে থাকার ফলে সেগুলি থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করে। প্রশ্ন উঠেছে যেখানে পুরসভার আবর্জনা সংগ্রহ হয়নি, সেখানে কোভিড হাসপাতালের পরিত্যক্ত আবর্জনা পরিস্কার করার মতো কাজ সামলাবে কি করে?

যদিও ঠিক হয়েছে বড়মা হাসপাতালের বর্জ্য পদার্থ সপ্তাহে দুদিন পরিস্কার হবে। তবে পুরসভা সূত্রে জানা যায় পুর এলাকার ১৮টি ওয়ার্ডের প্রতিটি বাড়ির আবর্জনা ড্রাম্পিং গ্রাউন্ডে ফেলতে হলে ১১৪ জন সাফাই কর্মীর প্রয়োজন। কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সাফাই কর্মী মাত্র ৫ জন।

আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ

তবে আবর্জনা সংগ্রহের জন্য পুরসভা থেকে বাড়ি বাড়ি ডাস্টবিন দিয়েছে, তবে পর্যাপ্ত কর্মী না থাকায় সাফাই অভিযানে বাধা পড়ছে। তার ওপর বড়োমা কোভিড হাসপাতালের দায়িত্ব পুরসভার কাঁধে।

এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র বলেন,”খুব দ্রুত আমরা বড়োমা করোনা হাসপাতালের বর্জ্য সংগ্রহের কাজ শুরু করব। এই কাজের জন্য একটা জেসিবি মেশিন ভাড়া করা হয়েছে, সপ্তাহে দুদিন ওই বর্জ্য সংগ্রহ করা হবে। তবে পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে সাফাইকর্মী নিয়োগের আবেদন করা হয়েছে। আশা করছি পুরসভা ছাড়াও বাড়তি দায়িত্ব আমরা সামাল দিতে পারব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here