তালা ভেঙ্গে দু’লক্ষ টাকার সামগ্রী চুরি

0
60

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃবংশীহারী থানার শেরপুর ভিটাপাড়া এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী প্রদীপ সূত্রধর ও স্ত্রী তৃপ্তি সূত্রধর আলো সমবায় সমিতির কর্মী।অনান্য দিনের মতো গতকাল রাত্রে খেয়ে দেয় পাশের ঘরে তালা দিয়ে একই ঘরে সকলে শুতে জান।তালা লাগানো ঘরে ছিল আলমারি।গভীর রাত্রে সেই ঘরের তালা ভেঙ্গে সোনার গহনা ও নহদ ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা।এদিন সকালে দরজার তালা ভাঙা দেখে দেখে চুরির বিষয়টি সকলের নজরে আসে।
চুরির বিষয়টি নজরে আসতেই এলায় চাঞ্চাল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার পুলিশ।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।চুরি যাওয়া টাকার মধ্যে এক গ্রাহকের ম্যাচুরিটির পাঁচ হাজার টাকা ছিল বলে জানিয়েছেন গৃহকর্তা।প্রদীপবাবু আমাদের প্রতিনিধিকে জানান যে,সব মিলিয়ে প্রায় দুলক্ষ টাকার সামগ্রী চুরি গেছে।

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here