নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
![stolen of xerox stores in the college campus](https://newsfront.co/wp-content/uploads/2019/01/stolen-of-xerox-stores-in-the-college-campus-498x1024.jpeg)
ঘাটালে বামেদের ধর্মঘটে সামিল নয় চোরেরা।ধর্মঘটকে বুড়ো আঙুল দেখিয়ে গতরাতে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মধ্যেকার এক জেরক্স সেন্টার চুরি হল। দোকানের মালিক অঞ্জন মাইতি জানায়,গতকাল রাত দশটা পর্যন্ত তাঁর দোকান খোলা ছিল। আজ সকালে এসে তিনি দোকানের চাবি খুলে দেখেন তাঁর দোকানের সমস্তকিছু লণ্ডভণ্ড।পরে দেখেন কলেজের গেট ভেঙে পেছন থেকে তাঁর দোকান কেউ বা কারা লণ্ডভণ্ড করেছে।পরে সমস্ত কিছু মিলাতে গিয়ে দেখেন তাঁর ক্যাশ বাক্স ফাঁকা! কম্পিউটার জেরক্স মেশিন সবই ওলটপালট।সমস্ত বিষয়টি তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন।যেহেতু দোকানটি কলেজ ক্যম্পাসে তাই কলেজের আর কলেজের গেটও ভাঙা হয়েছে তাই অঞ্জন বাবুর বক্তব্য, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই তিনি ঘাটাল পুলিশে অভিযোগ জানাবেন।
আরও পড়ুন: ফের চুরি,এবার সোনা দোকান
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584