শ্যামল রায়, বর্ধমানঃঅটোচালক ও টোটো চালকদের মধ্যে বিবাদের ফলে বন্ধ হয়ে গেল দাঁইহাটের দেওয়ানগঞ্জে ফেরি ঘাটের নৌকা চলাচল। ফলে চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীসাধারণ। কারণ নদীয়া বর্ধমান জেলার সীমান্তবর্তী এলাকা দাইহাট ও কাটোয়া।
গত কয়েক দিন ধরে অটোচালক অটোচালকদের মধ্যে একটি রাস্তায় অটো চলাচল করা নিয়ে টোটো চালকদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে এর ফলে ফেরিঘাট বন্ধ হয়ে যায়। এখানে উল্লেখ থাকে যে সাম্প্রতিককালে ওই দেওয়ানগঞ্জ ফেরিঘাটে দুই কিলোমিটার নদীতে চর পড়ে যাওয়ায় কিছুটা দূরে নৌকা থেকে যাত্রীদের উঠানামা করানো হচ্ছে। নদীর চড়া থেকে দুই কিলোমিটার দূরে একটু রাস্তাও করে দিয়েছে ফেরিঘাটে তরফ থেকে। ওই রাস্তা দিয়ে অটো যাতায়াত করে থাকে। এইখান থেকেই বিবাদ শুরু হয় চালকদের মধ্যে। টোটো চালকদের অভিযোগ যে কোনভাবেই এই রাস্তায় অটো চলাচল করতে দেয়া যাবে না যাত্রীরা দুই কিলোমিটার হেঁটে এসে আমাদের totoi তারপরে পটল যাতায়াত করতে পারবেন এই যুক্তি দেখিয়ে ফেরিঘাটের ইজারাদারকে নৌকা চলাচল ওই পথে করতে বাধা দান করে। ফেরি ঘাটের ইজারাদার রামেশ্বর সরকারের অভিযোগ যে নদীর গতিপথের সাথে সাথে নদীতে চড়া পড়ে যায় ফলে নৌকা পাড়ে ফিরতে সমস্যা হচ্ছে।
কিন্তু টোটো চালকরা এই পথে ফেরিঘাট থেকে যাত্রী নামাতে পারবেন না এবং অটোচালকদের সাথে বিবাদের ফলে তাদের নৌকা বন্ধ রাখার হুমকি দিয়েছে তাই ইজারাদার নৌকোয় যাতায়াত বন্ধ রেখেছে।
ফেরি ঘাটে নৌকা চলাচল বন্ধ থাকার ফলে প্রায় চারথেকে পাচ হাজার দৈনন্দিন যাত্রী চরম সমস্যার মধ্যে পড়েছেন। ওপারে রয়েছে মাটিয়ারী ভাটিয়ারী থেকে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন বর্ধমানের ট্রেন পথে অথবা বাস ধরবার জন্য। নদীয়ার ওই প্রান্ত থেকে প্রচুর শাকসবজিসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই নৌকা পথে পার হয়ে তাদের কর্মস্থলে বা স্কুল কলেজে যাতায়াত করে থাকেন। নওগাঁ বন্ধ থাকার পরে চরম সমস্যার মধ্যে পড়েছেন স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী ও সাধারণ যাত্রী ।
নৌকা চলাচল ফের কবে চালু হবে এ ব্যাপারে এখনো যাত্রীসাধারণ ওরা অন্ধকারে রয়েছে।
দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির মন্ডল জানিয়েছেন যে বিষয়টি আমি শুনেছি যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করেছি।
ইজারাদার রামেশ্বর সরকার জানিয়েছে যে টোটচালক রমেন মণ্ডলসহ অনেকেই তাকে হুমকি দিয়েছে যে কোনভাবেই অটোচালকরা ওই পথে যাত্রী তুলতে পারবেনা অটো বন্ধ হলে তবেই যেন ঘাট চালু হয় ।তার আগে হলে আমরা আন্দোলন শুরু করবো এবং পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে ।
এখন চলছে পরীক্ষার মৌসুম তাই চরম সমস্যার মধ্যে পড়েছেন পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584