ওয়েবডেস্কঃ
ঘূর্ণিঝড় গাজার দাপটে তামিলনাড়ুতে ২০ জনের প্রাণহানি হয়েছে বলে তামিলনাড়ু সরকার শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বলে হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে। শুক্রবার সকালেই এই ভয়াবহ ঝড় তামিলনাড়ুর নাগাপট্টিনম এবং ভেদারানিয়মে প্রবল বৃষ্টি সহ আছড়ে পড়ে। যোগাযোগ, ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে মূলত নাগাপট্টিনম জেলা জুড়ে।
আগে থেকেই ৬টি জেলার ৮০ হাজার মানুষকে ৪৭০টি রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৪টি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে আগে থেকেই এক এনিমেটেড ভিডিও তৈরি করে ঝড়ের সময় মানুষ কি করবেন, আর কি করবেন না সে সম্বন্ধে সচেতন করা হয়। সরকার ইতিমধ্যে ১০৭০(রাজ্য) এবং ১০৭৭(জেলা) – হেল্পলাইন নম্বর চালু করেছে।
তামিনাডুর মূখ্যমন্ত্রী কে.পালানিস্বামী মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584