গোপীবল্লভপুরে আগুনে ভস্মীভূত খড়ের পালা

0
61

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

straw stack Burned in the fire at gopiballavpur
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। নিজস্ব চিত্র

মালিক বাড়িতে না থাকা অবস্থায় বাড়ির খড় গাদায় আগুন।ঠিক এমনটাই ঘটল গোপীবল্লভপুরের বেলিয়াবাড়া ব্লকের চোরচিতা অঞ্চলের ভামাল গ্রামে।মালিক বাড়িতে ছিলেন না।গোপীবল্লভপুর বাজার গেছিলেন কোনো এক কাজে।বেলা ১টা নাগাদ আগুন লাগে ওনার বাড়ির খড়ের গাদায়।ধোঁয়া দেখে গ্রামবাসীরা পৌঁছায় সেখানে।

আরও পড়ুনঃ ভোররাতে আগুনে ভস্মীভূত বাসগৃহ

তারপর বাড়ির মালিকের কাছে ফোন যায় এবং তিনি তড়িঘড়ি করে সেখান থেকে চলে আসেন।পুড়ে যায় ১৩বিঘা জমির খড়।তবে আগুন কি করে লাগলে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here