পথকুকুরদেরও খাবার পাওয়ার অধিকার রয়েছে, জানাল দিল্লি হাইকোর্ট

0
50

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে প্রায়ই সমস্যার সম্মুখীন হন পশুপ্রেমীরা। পড়শিদের সঙ্গে অশান্তি বাধে। এমনকি অনেক ক্ষেত্রে পথকুকুরদের হত্যাও করা হয়ে থাকে। কিছুদিন আগে পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে এমনই এক অশান্তি গড়ায় আদালত পর্যন্ত। একপক্ষের দাবি, আবাসনের দরজার সামনে পথকুকুরদের খাবার দেওয়া যাবে না। আবার অপর পক্ষের দবি, কুকুরদের তাঁরা নিয়মিত খাবার দিতে চান। এবার এই মামলারই রায় দিল দিল্লি হাইকোর্ট

Stray Dogs | newsfront.co
প্রতীকী চিত্র

আদালতের কথায়, পথকুকুরদের খাওয়ার অধিকার আছে। তাদের খাবার দেওয়ারও অধিকার রয়েছে। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পথকুকুরদের খাবার দিতে গিয়ে অন্যদের সমস্যা যেন না হয়, এমনটাই জানায় আদালত। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জে আর মিধা বলেন, ‘পথকুকুরদের খাওয়ার অধিকার রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষেরও তাদের খাবার দেওয়ার অধিকার আছে। তবে সেই কারণে আশেপাশের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে।’

আদালত জানিয়েছে, এবার সব দিক মাথায় রেখে পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে হবে। অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডকে পথকুকুরদের খাবার দেওয়ার জায়গা খোঁজার নির্দেশ দিয়েছে আদালত। এক্ষেত্রে স্থানীয় পুরসভার সঙ্গে আলোচনা করার পরামর্শও দেয় আদালত। এছাড়া আদালত আরও জানিয়েছে যে কেয়ারটেকরের অনুপস্থিতিতে পথকুকুররা যাতে জল ও খাবার পায় তা সুনিশ্চিত করতে হবে স্থানীয় পুরসভাকে।

আরও পড়ুনঃ রাজ্যকেই নিতে হবে ‘ভোট পরবর্তী হিংসা’য় আক্রান্তদের চিকিৎসা ও রেশনের দায়িত্ব, কড়া নির্দেশ হাইকোর্টের

পথকুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে নতুন গাইডলাইন চেয়েছে দিল্লি হাইকোর্ট। এই কারণে একটি কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে থাকবেন স্থানীয় পুরসভার এক প্রতিনিধি, প্রাণী সম্পদ বিকাশের একজন প্রতিনিধি, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের প্রতিনিধি, এডব্লউবিআই কাউন্সিলর মনীষা শর্মা, অ্যাডভোকেট প্রজ্ঞা শর্মা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here