ওয়েব ডেস্ক,নিউজরুমঃ
নোট বাতিল সহ অর্থনৈতিক অদূরদর্শিতায় ভারতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বলে অর্থনীতিবিদ থেকে বিরোধীরা বরাবর অভিযোগ করে এসেছে।এখনো নোট বাতিল সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্ট পেশই হলনা।কিন্তু বিরোধী সহ অর্থনীতিবিদদের অভিযোগ অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হচ্ছে। একেই টাকার দাম তলানিতে, তার উপর হু হু করে বাড়ছে ডিজেল ও পেট্রোলের দাম।মূলত এই অবমূল্যায়নের ধাক্কাতেই রেকর্ড দাম বেড়েছে ডিজেলের ও পেট্রোলের।
রাজধানী দিল্লিতে মঙ্গলবার ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৬৯. ৪৬ টাকা।আর কলকাতায় তা আরও বেশি,৭২.৩১ টাকা।আর দিল্লিতে এদিন পেট্রোল বিক্রি হচ্ছে ৭৭. ৯১ টাকা প্রতি লিটার, কলকাতায় তা ৮০.৮৪ টাকা।অর্থাৎ আজ ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৪ পয়সা, পেট্রোলে বেড়েছে ১৩ পয়সা প্রতি লিটার।
প্রতিবেশী পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার যেখানে এক ধাক্কায় সাধারণ মানুষের জ্বালানি ডিজেলের দাম লিটারে ১৭ টাকা কমিয়ে দিয়েছে সেখানে ভারতে তেলের দাম বেড়ে চলায় রীতিমত চাপে মোদী সরকার।
তেলের দাম বাড়ার ফলে জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা একপ্রকার নিশ্চিত- ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের দূর্দশা বাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: নবরুপে শ্যামনগর মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584