ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
রাজনৈতিক দল ও প্রার্থীদের সর্তক করল ভারতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দল বা প্রার্থীরা যদি প্রচারের সময় করোনা বিধি না মেনে চলে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ ও ১৮৯৭ সালের মহামারী আইনের আওতায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
Election Commission of India (ECI) says if political parties/candidates will not abide by laid down COVID protocols during campaign, necessary action under Disaster Management Act 2005, Epidemic Diseases Act 1897, etc will be initiated immediately#WestBengalPolls
— ANI (@ANI) April 21, 2021
উল্লেখ্য, নির্বাচন কমিশন কোনভাবেই শেষ দু দফার ভোট এক দফায় করতে রাজি হয়নি । প্রতিদিন বাড়তে থাকা করোনা সংক্রমণের কারণে তৃণমূলের পক্ষ থেকে কমিশনে ফের আর্জি জানানো হয় একদফায় ভোট পর্ব সারার, ইতিমধ্যেই কমিশন তা নাকচ করে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584