সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল যে বিষয়টি নিয়ে সরব হলেন তা হল দূর্নীতি। প্রথমে সংস্কৃতি অ্যানেক্স হলে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপর সংস্কৃতি লোকমঞ্চে বৈঠক করেন প্রশাসনের সাথে। বালি খাদান বর্ধমানের দীর্ঘদিনের সমস্যা।

বালি খাদান থেকে তোলা আদায়, অবৈধ ব্যবসা, বালি মাফিয়া সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিমত ব্যক্ত করেন। বর্ধমান সদর শহর এবং কাটোয়া শহর ছাড়াও বর্ধমানের প্রান্তিক অঞ্চলের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। সমসাময়িক একশো দিনের কাজের দুর্নীতি বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কর্তব্য তিনি স্মরণ করিয়ে দেন। চাষের সুবিধা ও বন্যা নিয়ন্ত্রণে ডিভিসি ও বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় ২৮০০ কোটি টাকার প্রকল্পের কথাও এদিনের বৈঠকে তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর অন্যান্য প্রশাসনিক বৈঠকের মতন বর্ধমান জেলাতেও ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের টাকা তোলার অভিযোগ করেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজে নার্সদের উপর আক্রমণের অভিযোগ
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর মিষ্টি হাব। শুরু হওয়ার সময় থেকেই বিভিন্ন সমস্যায় মিষ্টি হাব প্রায় বন্ধই বলা যায়। ব্যবসায়ীরা লাভ হচ্ছে না বলে মিষ্টির দোকানগুলি বন্ধ রাখেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন দীর্ঘদিন হওয়ার পরেও কেন মিষ্টি হাব চালু করা গেল না? একই সঙ্গে ওখানে বাস স্টপেজ করার কথা তিনি বলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584