হিজড়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

0
344

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

ট্রেনে উঠে হিজড়াদের দুর্ব্যবহারে নাকাল হয়েছেন প্রায় সমস্ত ধরনের মানুষ।আবাল বৃদ্ধ বনিতা কাউকে ছাড়ে না হিজড়ারা।চাঁদা না পেলে শুরু করে জুলুম,অশালীন আচরণ বা কুরুচিপূর্ণ দৈহিক ভঙ্গিমা।বহু আগে থেকেই অভিযোগ ছিল,তাই বারবার আরপিএফ বিভিন্ন রকম তল্লাশি করে হিজড়াদের গ্রেপ্তার করেছে।

Strict step of rail against hermaphrodite
ছবিঃ প্রতীকী

রেলের তরফে এ বিষয়ে জানানো হয়েছে,
“রেলওয়ে যেহেতু রাজ্যেরও বিষয়,তাই অপরাধ প্রতিরোধ,মামলা দায়ের,রেলওয়ে চত্বরের পাশাপাশি চলমান ট্রেনগুলিতে আইন শৃঙ্খলা রক্ষা এবং তদন্ত করা রাজ্য সরকারগুলির বিধিবদ্ধ দায়িত্ব,যা তারা সরকারি রেল পুলিশের (GRP) মাধ্যমে পালন করবেন।”

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রক সূত্রে এক আর টি আই রিপোর্টে জানানো হয়েছে ২০১৫ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ৭৩,৮৩৭ জন হিজড়েকে গ্রেফতার করেছে আর পি এফ।এর মধ্যে ২০১৫ সালে মোট ১৩,৫৪৬ জন,২০১৬ সালে ১৯,৮০০ জন, ২০১৭ সালে ১৮,৫২৬ এবং ২০১৮ সালে ২০,৫৬৬ জন হিজরাকে গ্রেফতার করেছে রেল দফতর।রিপোর্ট অনুযায়ী একই সাথে চলতি বছরের জানুয়ারি মাসে ১,৩৯৯ জন হিজড়েকে গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুনঃ গুজবে ছড়ানো অশান্তি আটকাতে পুলিশের কড়া পদক্ষেপ

লোকাল প্যাসেঞ্জার ট্রেন কিংবা দূরপাল্লার ট্রেন সমস্ত ট্রেনে হিজরেদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন সাধারণ রেল যাত্রীরা।বহু আগে থেকেই এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল রেল দপ্তরে।সেই অভিযোগ অনুযায়ী রেলের পক্ষ থেকে করা আরপিএফ এর অভিযানের ফলে গ্রেফতার পর্ব শুরু হয় হিজরাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here