সুদীপ পাল, বর্ধমানঃ
স্বাধীনতা দিবসের দিন দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে রাস্তায় কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
একদিকে যেরকম মোটর বাইক, স্কুটার অভিযানের গতিতে রাস্তা নির্দেশ দেওয়া হয়েছে তেমনই জনবহুল রাস্তায় ট্রাফিক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
আসানসোল ডিভিশনে বিভিন্ন স্টেশনে ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে রেল পুলিশ এবং রেল রক্ষীবাহিনী। দুর্গাপুর, আসানসোল রেল স্টেশনগুলির পাশাপাশি অন্য স্টেশনগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত যাতে না হয় তা দেখা হচ্ছে।
আরপিএফ-এর আসনসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার চন্দন মিশ্র জানান, দিন চারেক আগে থেকেই তল্লাশি শুরু হয়েছে। যাতে যাত্রী সচেতন বৃদ্ধি করা যাচ্ছে অন্যদিকে দুষ্কৃতীরাও সতর্ক হয়ে যাচ্ছে। আসানসোল শহরেও নজরদারি বাড়ানো হয়েছে বরাকর এবং ডুবুরডিহিতে ঝাড়খন্ড সীমানায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুনঃ বান্ধাপানি পরিদর্শনে সাংসদ বিধায়ক
পুলিশ মোতায়েন রয়েছে চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর সীমানাতে। বাইপাসের ধরে যাতায়াত করা সমস্ত গাড়ির উপর তল্লাশি করা হচ্ছে স্বাধীনতা দিবসে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। পুলিশ প্রশাসন সচেতন যথেষ্ট সচেতন বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584