ধর্মঘটের প্রচার অভিযান কালনায়

0
56

শ্যামল রায়,কালনাঃ

Strike Campaign at kalna
প্রচার।নিজস্ব চিত্র

আগামী ৮ও ৯ জানুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন।এই সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য রবিবার কালনা কাটোয়া মহকুমা জুড়ে সিপিএমের তরফ থেকে প্রচার অভিযান করা হলো।এছাড়াও নবদ্বীপে সি পি আই এম এল এর তরফ থেকেও পদযাত্রা মিছিল করা হয়।
রবিবার সিপিআইএমের এর তরফ থেকে নবদ্বীপ শহরের বিভিন্ন জায়গায় মিছিল বদ যাত্রা করা হয়। সংগঠনের নবদ্বীপ শহরের সম্পাদক পরীক্ষিত পাল জানিয়েছেন যে কয়েকদিন ধরেই লাগাতারভাবে তারা বিভিন্ন এলাকায় পদযাত্রা এবং পথসভা করছেন।কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ ২৯দফা দাবির সমর্থনে তাদের এই পদযাত্রা এবং বনধকে সমর্থন করার এই পথসভা এবং মিছিল।এই পথসভায় মিছিলে উপস্থিত ছিলেন টপাই সরকার তপন ভট্টাচার্য্য পরিমল দেবনাথ দেবাশিস সিংহ সহ একাধিক নেতৃত্ব বর্গ।
পূর্বস্থলী অঞ্চলের প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা সুব্রত ভাওয়াল জানিয়েছেন যে এই মিছিল এবং পথসভাতে ব্যাপক সাড়া মিলছে।এর আগেও আমরা বাইক মিছিল সাইকেল মিছিল করেছিলাম সে ক্ষেত্রেও গ্রামগঞ্জের সাধারণ মানুষ আমাদের বিপুলভাবে সংবর্ধিত করেছে এবং বনধকে সমর্থন করবে বলে জানিয়ে দিয়েছেন।
এছাড়াও এই সাধারণ ধর্মঘটকে রাজ্য বামপন্থী কর্মচারীরাও সমর্থন করে মিছিল মিটিং করছেন এলাকায়।মহার্ঘ ভাতা ও ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে তারাই বামপন্থী সংগঠনের ডাকে ধর্মঘটকে সমর্থন করেছেন বলে জানিয়ে দেয়া হয়েছে সরকারি কর্মচারী বামপন্থী সংগঠনের তরফ থেকে।

আরও পড়ুন: যুবরাজকে মহারাজ হতে না দেওয়ার ঘোষণা দিলীপের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here