রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক

0
56

পিয়ালী দাস,বীরভূমঃ

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনেরর ডাকে আগামী ১৯ শে আগস্ট থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য লরি ধর্মঘটের ডাক দিলেন আজ।

নিজস্ব চিত্র

তাদের অভিযোগ রাস্তায় পুলিশ প্রশাসনের তোলাবাজি, নতুন এক্সেল লোড বৃদ্ধি,পেট্রোল ডিজেল এ.জি.এস.টি চালুর দাবিতে এই ধর্মঘটের ডাক।

ট্রাক ধর্মঘটের ফলে রাজ্য জুড়ে প্রায় আট লক্ষ ট্রাক স্তব্ধ হয়ে যাবে।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেবাশীষ পাল জানান, ইতিমধ্যে তারা প্রশাসনকে ট্রাক ধর্মঘট নিয়ে অবগত করেছেন। একপ্রকার বাধ্য হয়েই ধর্মঘটের রাস্তা বেছে নিয়েছে ট্রাক মালিকরা।

আরও পড়ুনঃ জাতীয় সড়কে টোটো বন্ধের দাবিতে ম্যাক্সিক্যাব চালকদের ধর্মঘট

ওভারলোডিং,ট্রাক মালিকদের কাছে পুলিশের জুলুমবাজি সহ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ধর্মঘটে সামিল হচ্ছে প্রায় ৩০ হাজার ট্রাক মালিক।

রাজ্যজুড়ে ট্রাক ধর্মঘটের ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কার মেঘ দেখছে সাধারণ মানুষ।দৈনন্দিন জীবনে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে বলে দাবি মানুষের।

যদিও বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, ট্রাক মালিকদের দাবি গুলোকে গুরুত্বসহকারে বিচার-বিবেচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here