নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার মেদিনীপুর সদর মহকুমার ৩ নং মানিকদহ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অফিসে ১৫ দফা দাবি নিয়ে জেলা বিজেপির তরফ থেকে মিছিল করে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
আরও পড়ুনঃ আন্দোলনরত আইনজীবীদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে পথ অবরোধ, ভোগান্তি বিচারপ্রার্থীদের
মূলত দাবিগুলি হল পুনরায় একশো দিনের কাজ শুরু করতে হবে। যাঁদের জব কার্ড আছে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে।এখনও পর্যন্ত যাঁদের শৌচালয় নেই তাঁদেরকে বিনামূল্যে শৌচালয়ের সুবিধা দিতে হবে।
ওই অঞ্চলের ছয়টি বিরোধী সংসদের অন্য সব সংসদের মতো সমান ভাবে কাজ দিতে হবে ইত্যাদি দাবি নিয়ে অঞ্চল প্রধানকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন মিছিল ও স্মারকলিপি দেওয়ার সময়ে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অরূপ দাস,অমিত জানা সহ একাধিক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584