ব্রড ৬০০ উইকেট পাবে বলছেন আথারটন

0
96

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

দ্বিতীয় ইংল্যান্ড বোলার হিসেবে জেমস অ্যান্ডারসন এরপর ৫০০ উইকেট নিলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তার এই সাফল্যও ফিরে আশাতে মুগ্ধ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটন।

Michel Artherton | newsfront.co
সংবাদ চিত্র

নিজের কলমে তিনি ব্রডকে প্রশংসা করে জানান, ‘ভাল খেলার খিদের আগুন ব্রডের পেটে জ্বলছে, ও ৬০০ উইকেটও পেতে পারে।’একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদকে তাঁর সাফল্য দেখে ঠিক বিচার করা যায় না। বরং কীভাবে সে প্রত্যাবর্তন ঘটাচ্ছে, সেটাই তাঁকে চেনার বড় উপায়। এই সিরিজে যা করে দেখিয়েছে স্টুয়ার্ট ব্রড।

Stuart Broad | newsfront.co
সংবাদ চিত্র

ভাল পারফরম্যান্স করার জন্য যে খিদে এই বয়সেও ওর রয়েছে, তাতে ৫০০ উইকেট পেয়েও ও তৃপ্ত হবে না। চাইলে ৬০০ উইকেটও নিতে পারে। প্রথম টেস্টে বাদ পড়েছিল সব সমালোচনা যে ভাবে সামলালো সেটা তারিফ করার মতো।’

আরও পড়ুনঃ আমরা কেন ক্রিকেট খেলি? যুবরাজকে সচিনের প্রশ্ন

বিশ্বের সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকাতে ব্রড সাত নম্বরে। এখন মোট তিনজন ৬০০ উইকেট নিয়েছেন তারা হলেন মুথাইয়া মুরলীধরন ,শেন ওয়ার্ন,অনিল কুম্বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here