নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
অভাবনীয় ঘটনা ঘটে গেলো গত ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে। রেফারির আসনে বসেছিলেন বাবা ক্রিস ব্রড। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহকে আউট করে খারাপ কথা করে বলেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড।
আর ম্যাচ রেফারি ছিলেন তার বাবা ক্রিস ব্রড, তবুও তাঁর ছেলেকে ছাড় দিলেন না সুনামধন্য এই ম্যাচ রেফারি। শাস্তির গুরুত্ব বিচার করে ছেলে স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশপাশি একটি ডিমেরিট পয়েন্ট কেটে নিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
আরও পড়ুনঃ আইপিএলের আগে করোনা আক্রান্ত রাজস্থানের ফিল্ডিং কোচ
এই নিয়ে তৃতীয়বার শাস্তির কবলে পড়লেন স্টুয়ার্ট ব্রড। তাঁর ডিমেরিট পয়েন্টের সংখ্যা বেড়ে হল তিন। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রড আইসিসি-র কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। যেখানে খারাপ শব্দ ব্যবহার রয়েছে।’
কিছু দিন আগেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট নেন তিনি। প্রসঙ্গত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও অধিনায়ক থাকার সময় স্লো ওভার রেটের জন্য ক্রিস ব্রডের দ্বারা নির্বাসিত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584