যান্ত্রিক গোলযোগে নকশালবাড়ি স্টেশনে আটকে ডাউন দার্জিলিং মেল

0
310

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Stuck down Darjeeling mail at nakshalbari
নিজস্ব চিত্র

বুধবার শিলিগুড়ির নকশালবাড়ি স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির কারনে আটকে ডাউন দার্জিলিং মেল। জানা গিয়েছে এদিন সকালে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৩৪৪ ডাউন দার্জিলিং মেল নকশালবাড়ি স্টেশন ঢোকার মুখে রথখোলা রেলগেটের সামনে আটকে পড়ে। এর ফলে রাস্তার দুদিকেই গাড়ির লম্বা লাইন লেগে যায় এবং সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের।

Stuck down Darjeeling mail at nakshalbari
নিজস্ব চিত্র

যানজটের সমস্যা নিয়ন্ত্রণ করতে ট্রাফিক পুলিশের তরফ থেকে সমস্ত গাড়িগুলিকে এশিয়ান হাইওয়ে-২ বাইপাস সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অন্যদিকে রেলওয়ের সূত্রে খবর,শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৩৪৪ ডাউন দার্জিলিং মেল নকশালবাড়ি স্টেশন ঢোকার আগে রথখোলায় দাড়িয়ে পড়ে। এরপর চালক বেশকিছু চেষ্টা করেন। কিন্তু ইঞ্জিন চালু না হয়ায়।

আরও পড়ুনঃ ভোট শেষ,প্রিয়জন ছেড়ে পেটের তাগিদে কাজে ফেরার পালা

Stuck down Darjeeling mail at nakshalbari
নিজস্ব চিত্র

তিনি সাথে সাথে স্টেশন মাস্টারকে জানায়। এরপর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ার। এবং ইঞ্জিনিয়ার জানিয়ে দেয় যে বিকল হয়ে গেছে ইঞ্জিন। তবে চারঘন্টা আটকে থাকার পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি রিলিফ ইঞ্জিন আসে। এরপর নিউ জলপাইগুড়ির উদ্দেশ্য ডাউন দার্জিলিং মেল রাওনা দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here