উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার বিকেলে রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে উচ্চ প্রাইমারির হবু শিক্ষকদের আন্দোলনের ওপর পুলিশি অত্যাচার ও রাতের অন্ধকারে তাদের ওপর পুলিশি তাণ্ডব চালাবার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস অফিস থেকে ধর্মতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
এইদিন, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, “আমরা আজ রিসার্চ স্কলারদের বকেয়া ফেলোশিপ ও উচ্চ প্রাইমারির হবু শিক্ষকদের ওপর রাতের অন্ধকারে পুলিশি নির্যাতনের প্রতিবাদে এই মিছিল করছি। আগামী দিনেও এই ভাবে পুলিশি তাণ্ডব ও সরকারের খেয়াল খুশির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করব।”
প্রসঙ্গত, বুধবার গভীর রাতে জোর করে আন্দোলনরত উচ্চ প্রাইমারির হবু শিক্ষকদের তুলে নিয়ে যায় পুলিশ। বিধাননগর থানার পুলিশের এহেন আচরণে আরও বড়োসড়ো আন্দোলনের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে সে রাতেই বাসে তুলে শিয়ালদাহ স্টেশন পাঠিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। তাদের দাবি,আপার প্রাইমারির ১৪৩৩৯ পদে নিয়োগ করতে হবে।
আরও পড়ুনঃ সাহেবপোঁতায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মন্ত্রী মলয় ঘটকের
এই দাবিতে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু বাধাপ্রাপ্ত হলে, স্কুল শিক্ষা কমিশনের দফতরের সামনে অবস্থানে বসেন তারা। সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ এবং সম্পাদক আনিসুর রহমান জানান, “গেজেট পদ্ধতি মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না করলে আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে।”
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ট্রাকের ধাক্কায় মৃত ২
উলেখ্য,সারা রাজ্য থেকে চাকরির প্রার্থীরা এই আন্দোলনে যোগ দেয়। এরই মধ্যে কিছুদিন আগেই বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন আন্দোলনকারীদের একটি সংগঠন। কিন্তু তাতেও কাটেনি জট।
বস্তুত,এরই মধ্যে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধীদল গুলি।চাকরি প্রার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে দমন-পীড়নের নীতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। কিন্তু তারই মধ্যে পুলিশের এমন অত্যাচারে ক্ষুদ্ধ অবস্থানরত চাকরিপ্রার্থীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584