একাধিক দাবি তুলে রাজ্যপালের দারস্থ ছাত্র পরিষদ

0
47

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের জেরে বর্তমান শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার বদলে ছাত্র ছাত্রীদের পরবর্তী স্তরে প্রমোট করার দাবি তুলে রাজ্যপালের দারস্থ জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় জাতীয় কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।

Students fedaration | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের এই সাংবাদিক বৈঠকে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানান আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়ার বদলে ছাত্র ছাত্রীদের প্রমোট করা, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র ছাত্রীদের ফি মকুব করার মত একাধিক দাবি জানিয়ে তারা ছাত্র পরিষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামেও কী পঙ্গপাল! বিতর্কের মাঝেই আতঙ্ক

ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-এর বক্তব্য শিক্ষামন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন লক ডাউন উঠলে একমাস পর পরীক্ষা নেওয়া হবে কিন্তু তাদের দাবি ইউজি এবং পিজি-র সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা না নিয়ে প্রমোট করতে হবে। একইসঙ্গে তৃতীয় বর্ষ বা অন্তিমবর্ষের ছাত্র ছাত্রীদের বিগত বর্ষে প্রাপ্ত নম্বরের সঙ্গে ১০ শতাংশ নম্বর বাড়িয়ে দেওয়ারও দাবি তোলেন তিনি। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফি মকুবেরও দাবি তোলেন।

আরও পড়ুনঃ ১৫ জুন থেকে কেন্দ্রের পাঠানো ডাল ৩ মাস ধরে মিলবে রেশনে! ঘোষণা খাদ্য দফতরের

এই ক্ষেত্রে এদিন তিনি অভিযোগ করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফি বৃদ্ধি না করার জন্য শিক্ষামন্ত্রীর বিবৃতি দেওয়া সত্ত্বেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফি বৃদ্ধির জন্য ছাত্রদের উপরে চাপ দিচ্ছে। তিনি আরও বলেন আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাচ্ছি এই শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে ফি নেওয়া হয়েছে তা যেন ছাত্র ছাত্রীদের ফিরিয়ে দেওয়া হয় এবং যাদের কাছে এখনও ফি নেওয়া হয়নি তাদের ফি যেন মকুব করে দেওয়া হয়। এই ফি মকুব প্রসঙ্গে মহারাস্ট্র, গোয়া, রাজস্থান-এর মতন অন্যান্য রাজ্যগুলির ফি মকুব প্রসঙ্গও উত্থাপন করেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here