সংক্রমণ রুখতে স্যানিটাইজার বিতরণ মাথাভাঙার রূপার

0
118

মনিরুল হক, কোচবিহারঃ

চাহিদার তুলনায় জোগান কম। তাই নিজেই হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে এবিএন শীল কলেজের এক ছাত্রী।এবিষয়ে তাকে সহযোগিতা করছেন তার বন্ধুরা। মাথাভাঙ্গার এই মেয়ে রাজরুপা বর্তমানে কোচবিহার এন শীল কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

sanitizer making | newsfront.co
নিজস্ব চিত্র

তার বাড়ি মাথাভাঙা শহরের ৫ নং ওয়ার্ডে। বাড়িতে তৈরি করা এই হ্যান্ড স্যানিটাইজার বর্তমানে মাথাভাঙা শহরে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে রাজ রুপার মধ্যে। তা তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার সে নিজেই বিতরণ করছে বন্ধু-বান্ধবদের মধ্যে।

Sanitizer | newsfront.co
নিজস্ব চিত্র

এই স্যানিটাইজারে তৈরিতে খরচ পড়ছে এক একটি ৩০ মিলি লিটার এর শিশি যার ১২ টাকা। কিন্তু ওই ছাত্রী একটিও পয়সা নিজে নিচ্ছেন না। সম্পূর্ণ বিনামূল্যে সমাজের জন্য বিতরণ করছে।

আরও পড়ুনঃ জীব সেবায় শিবায়ন

sanitizer | newsfront.co
নিজস্ব চিত্র

এবিষয়ে লাজ রূপা ভদ্র বলেন, ৭০ শতাংশ অ্যালকোহল, ২০ শতাংশ অ্যালোভেরা, যা নাকি হাতকে রসসিক্ত করবে। বাকিটা জল এবং ১ লিটারে চার ফটো স্যান্ট্রো নীলা, আর জল মিলিয়ে ১০০% করা হয়েছে। লাজ রূপার এই কর্মকাণ্ডে খুশি মাথাভাঙার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here