অবলাদের মুখে অন্ন দিতে উদ্যোগ রায়গঞ্জের পড়ুয়ার

0
40

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

হাত খরচের টাকা বাঁচিয়ে পথকুকুর ও অবলা পশুদের জন্য খাবারের ব্যবস্থা করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমেস্টারের পাঁচ ছাত্র।

student of raiganj distribute food to animals | newsfront.co
অন্নদান। নিজস্ব চিত্র

রবিবার সন্ধ্যা ছটা থেকে রাত পর্যন্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে শুরু করে কালীবাড়ি হয়ে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকার পথকুকুর ও ষাঁড়দের খাওয়ানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় এই তরুণেরা। ষাঁড়দের জন্য রুটি ও কুকুরদের জন্য ভাত, মাংস ও জলের ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুনঃ চন্দ্রকোনা রোডে দরিদ্র পরিবারগুলির পাশে ক্ষুদ্র ব্যবসায়ী

student of raiganj distribute food to animals | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত দেশের এই চরম দুর্দিনে দিন আনি দিন খাই পরিবারের সাধারণ মানুষেরা যেমন রোজকার খাদ্যের সমস্যায় পড়েছেন, তেমনই মানুষের সঙ্গী পশুরাও খাবারের অপ্রতুলতায় পড়েছে সমস্যায়। এমন অবলা পশুরা তো খাবারের জন্য মানুষের অপেক্ষাতেই থাকে, সেজন্যই মানুষের সাথে তাদের সহাবস্থান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here