সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুরঃ
ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলো স্কুল।অরণ্যসপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দাসপুর ২ নং ব্লকের পাঁচগেছিয়া জয়রামচক গোষ্ঠবিহারী বিদ্যাপীঠে শুক্রবার অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। বিদ্যালয় ক্যাম্পাসে চারাগাছ রোপণের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সাহা।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শুভানুধ্যায়ী তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন মাইতি,বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রী বৃন্দ।বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক মণিকাঞ্চন রায় জানান ,প্রতিবছর তাঁরা এই কর্মসূচি পালন করে থাকেন। কিন্তু চারাগাছ বাঁচিয়ে রাখতে অসুবিধে হয়। তাই বিগত তিন বছর ধরে বিষয়টিকে ছাত্র ছাত্রীদের প্রজেক্ট ওয়ার্কের সাথে জুড়ে দেওয়া হয়েছে। প্রজেক্টর নাম রাখা হয়েছে”বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্যতা”।
এই প্রজেক্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে গাছগুলির সারাবছর ধরে পরিচর্যা করার। এবার গত ১৪ তারিখ থেকে শিক্ষক শিক্ষিকাদের তত্বাবধানে মাটিপ্রস্তুত বেড়া তৈরির পর শুক্রবার চারাগাছ লাগানো হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584