নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
এক হাঁটু জল-কাদা ডিঙিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়।বৃহস্পতিবার সকালে প্রতিবাদে রাস্তায় ধানের চারা লাগালো পড়ুয়ারা।
ঘটনাটি ঘটেছে বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পঁচাপানিতে।পঁচাপানিতে থেকে বাঁশপাহাড়ি পর্যন্ত দু’কিমি একশো মিটার রাস্তাটি দীর্ঘদিন খারাপ হয়ে রয়েছে।কয়েক দিনের বৃষ্টিতে তা আরো ভয়ঙ্কর রূপ ধারন করেছে।
ওই রাস্তা দিয়ে পচাপানি,জড়মহুল,বড়ডাঙা গ্রামের প্রায় হাজার ছ’য়েক মানুষ যাতায়াত করেন। প্রাথমিক স্কুল,হাইস্কুল,পঞ্চায়েত অফিস, স্বাস্থ্যকেন্দ্র,ব্লক অফিস,বাজারপাট করতে একমাত্র ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়।
আরও পড়ুনঃ বেহাল রাস্তায় ধান পুঁতে বিক্ষোভ
স্থানীয় প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো বলেন,‘বিষয়টি স্থানীয় জেলা পরিষদের সদস্যা সু্প্রিয়া মাহাতো আমাকে জানিয়েছেন।রাস্তাটি পিচ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584