প্রবেশিকা পরীক্ষার দাবীতে ছাত্র ধর্মঘট যাদবপুরে

0
111

নিউজডেস্ক,কলকাতাঃ

ইতিমধ‌্যেই ভর্তি প্রক্রিয়াতে দুুর্নীতি নিয়ে সরগরম রাজ‌্য রাজনীতি। দুর্নীতি বন্ধে ঘটনার সরেজমিনে তদন্তে নামতে হয়েছে খোদ মুখ‌্যমন্ত্রীকেই। এইবার ভর্তি প্রক্রিয়ায় বিপুল বিশৃঙ্খলার অভিযোগ যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের এক্সেকিউটিভ কাউন্সিলের বিরুদ্ধে। এর বিরুদ্ধে বেশ কয়দিন ধরেই সরব যাদবপুর বিশ্ববিদ‌্যালয়ের ছাত্রছাত্রীরা।

নিজস্ব চিত্র

লাগাতার অবস্থান বিক্ষোভও চলছে আফসু ফেটসু ও এস এফ এস ইউ এর মত ছাত্র সংগঠনগুলির নেতৃত্বে। এরই মধ্যে ৩১ ঘন্টা অবরুদ্ধ থাকার পর  রাত ১১টা নাগাদ ক্যাম্পাস ছাড়েন উপাচার্য সুরঞ্জন দাস-সহ উপাচার্য প্রদীপ কুমার ঘোষ ও এক্সকিউটিভ কাউন্সিলের সদস্যরা ।

বিগত দিনগুলিতেও রাজ‌্য রাজনীতিতে নানারকম ভাবে প্রভাব ফেলতে সচেষ্ট হয়েছে যাদবপুরের ছাত্রছাত্রীরা।  ভর্তিতে বিশৃঙ্খলার প্রতিবাদে এবং প্রবেশিকা পরীক্ষা চেয়ে আজ দিনভর ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র সংগঠন গুলি। বেলা তিনটের মধ‌্যে বিশ্ববিদ‌্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের দেয় প্রতিশ্রুতি মত সদর্থক প্রক্রিয়া শুরু না হলে আমরণ অনশণের পথে হাঁটবে ছাত্রছাত্রীরা এমনটাই জানানো হয়েছে আফসু, ফেটসু ও এস এফ এস ইউ এর মত ছাত্রসংগঠন গুলির তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here