নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিডিও অফিস প্রাঙ্গণের সম্মুখ ভাগের অস্থায়ী মঞ্চে শুরু হলো ছাত্র যুব উৎসব।পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে শুরু হলো দুদিনের ছাত্র যুব উৎসব।সমবেত অতিথিবৃন্দের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্লক অফিস প্রাঙ্গণে শুরু হলো ছাত্রযুব উৎসব। সভায় সভাপতিত্ব করার পাশাপাশি স্বাগত ভাষণ দেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল।উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রতিমা দাস,বিডিও ফারহানাজ খানম্, জয়েন্ট বিডিও সৈয়েদুল ইসলাম, জেলা যুব আধিকারিক প্রভঞ্জন হালদার, জেলা পরিষদ সদস্য কাজী আব্দুল হামিদ, মমতা মুর্মু, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হরেন্দ্রনাথ মাহাত, কর্মাধ্যক্ষ দিলীপ দে,গণি ইসমাইল মল্লিক,সলিল দাস,মানুয়ারা রহমান সহ অন্যান্য কর্মাধক্ষ্যগণ, ব্লকের সমিতি এডুকেশন অফিসার সঞ্জয় মাহাতসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিকেলে উৎসবে উপস্থিত হয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। এদিন মোট ১৩ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। শেষ লগ্নে দুরন্ত অডিও ভিসুয়াল কুইজ উপস্থাপন করেন কুইজ মাস্টার অরিন্দম দাস,মণিকাঞ্চন রায়, সেলিম মল্লিক প্রমুখ। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শুক্রবার দ্বিতীয় দিনে ১৫ বছরে উর্দ্ধে ও ৪০(চল্লিশ) বছর পর্যন্ত বিভাগের প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584