ছাত্র-যুব উৎসবে চটুল গানের তালে কোমর দোলালেন কর্মাধ্যক্ষ থেকে আহ্বায়ক

0
87

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ

ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে মহিলা সংগীত শিল্পীর চটুল গানের তালে নাচলেন একাধিক স্থানীয় তৃণমূল নেতা সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।রায়গঞ্জ ব্লকের মহারাজা হাই স্কুলের মাঠে দু’দিনের ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের মাঠে দর্শকদের সামনে এই আপত্তিকর ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ছাত্র যুব উৎসবের শেষের দিন বহিরাগত মহিলা সংগীতশিল্পী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন।সেইসময় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী তথা তৃণমূলের ব্লকের যুব নেতা উৎসবের আহ্বায়ক তিলক সরকারকে মঞ্চে নাচ করতে দেখা যায়। সেইসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী ফিরোজ শাহ এবং আরেক কর্মাধ্যক্ষ সত্যজিৎ বর্মন সহ প্রমুখ নেতাদের মঞ্চে চটুল গানে হাত পা দুলিয়ে দর্শকের সামনে মঞ্চে নাচতে দেখা যায়। এমনকী এক নেতাকে মহিলা শিল্পীর গায়ে টাকা ছড়াতেও দেখা যায়।ওই ঘটনায় স্থানীয় বাসিন্দারাতো বটেই, দলের নেতার এমন আচরণের সমালোচনা করেছেন শাসকদলের অনেক স্থানীয় নেতাও। তবে মঞ্চে চটুল নাচের বিষয়টি অস্বীকার করেছেন রায়গঞ্জের ছাত্র-যুব উৎসবের আহ্বায়ক ও তৃণমূল নেতা তিলক সরকার। তাঁর দাবি,“মঞ্চে সুন্দর একটা অনুষ্ঠান হল, এটা নিয়ে এত কথা বলার কী আছে?দু’দিন ধরে পরিশ্রম করলাম। সেটা নিয়ে তো কেউ কিছু বলছেন না।” তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য বলেন“আমি জানি না আসলে কী হয়েছে, তবে জেনে পরে বলব। তবে ছাত্র-যুব উৎসবে কখনও চটুল নাচ কাম্য নয়।”

student youth festival song dance with executive
নিজস্ব চিত্র

আরও পড়ুন: শিক্ষামূলক ভ্রমণে বড়দের গাছ উপহার দিয়ে পৃথিবী বাঁচানোর শিক্ষা ক্ষুদে পড়ুয়াদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here