সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বেহাল রাস্তা সংস্করনের দাবি তুলে পথে নামলেন স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা । দীর্ঘ ১৪ বছর ধরে সমস্যার সম্মুখীন চারটি গ্রামের কয়েক হাজার গ্রামবাসি । একাধিকবার স্থানিয় প্রশাসন থেকে সুন্দরবন উন্নয়ন দফতরকে জানিয়ে সমস্যার সমাধান না মেলায় রাস্তা বন্দ করে বিক্ষোভে বসেন ।
দক্ষিন সুন্দরবনের নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েত । এই পঞ্চায়েতের রয়েছে নারায়নপুর হাইস্কুল রাস্তা । দীর্ঘ দুই তিন কিলোমিটার রাস্তা সংস্করনের অভাবে যাতায়াতের সমস্যা পরতে হচ্ছে নিত্য যাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়াদের । নামখানা থেকে পাথরপ্রতিমা যাবার সহজ রাস্তা নারায়নপুর হাইস্কুলের রাস্তা । দীর্ঘ ১৪ বছর ধরে সংস্করন না হওয়াই কোথাও এক ফুট কোথাও তার বেশি গর্তের রুপ নিয়েছে। নব্বই এর দশকে সুন্দরবন উন্নয়ন দফতরের টাকায় নির্মান হয় রাস্তাটি । বছর ঘুরতে না ঘুরতেই কাঁচা রাস্তা রুপ নেয় ইটের রাস্তায় । পরে নামখানা শিয়ালদহ ট্রেন রুট হওয়ার পর রাস্তাটি পিচ করার প্রতিশ্রুতি দেন স্থানিয় প্রশাসন । সেই প্রত্যাশা আজ প্রত্তাশাই পরিনতি হয়েছে । যার ফলে বেহাল রাস্তায় যাতায়াতে সমস্যায় পরেছেন নারায়নপুর ,দূর্গাপুর,গনেশনগর তিনটি গ্রামের পাশাপাশি বরদাপুর মতো একটি দ্বীপের কয়েক হাজার বাসিন্দা । সবচেয়ে বড় সমস্যা হয় বর্ষাকালে ।
প্রসূতি মহিলা থেকে ক্ষুদে পড়ুয়াদের যাতায়াতের সমস্যা হচ্ছে । দাবি একাধিক এলাকাবাসি থেকে স্কূল পড়ুয়াদের ।রাস্তার মধ্যো স্থলে রয়েছে রেল লাইন । গেট না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় আতঙ্কে থাকতে হয় পড়ুয়া থেকে নিত্য যাত্রীদের । টোটো ,ইঞ্জিনভ্যান ,পাভ্যান ,পিকাপভ্যানের মতো গাড়ি চলে এই রাস্তা দিয়ে । ফলে আতঙ্কে থাকতে হয় সবাইকে । অভিভাবক থেকে স্কুল পড়ুয়া,চালক সহ এলাকাবাসির একাংশের দাবি সংস্করন করে বেহাল রাস্তায় ভালো রুপ দিক । এলাকাবাসি দেবকুমার পন্ডিতের দাবি বেহাল রাস্তা ভালো ভাবে নির্মান করুক । যাতে সমস্যায় পরতে না হয় । এই অভিশপ্ত দিন গুলি থেকে রেহাই পাবে । আশি বছরের নিলকান্ত মন্ডল বললেন – “এই জীবনে হইতো আর ভালো রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না । ফলে আশানিরাশায় রুপ নিয়েছে”। সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন বিষয়টি নজরে এসেছে । নতুন বোর্ড গঠনের পর সুন্দরবন উন্নয়ন দফতরকে দিয়ে নতুন রাস্তা নির্মান করা হবে। । সুন্দরবন উন্নয়ন দফতরের পাশাপাশি স্থানিয় নারায়নপুর গ্রাম পঞ্চায়েত কি বেহাল রাস্তার রুফ ফেরাবে ? উঠছে প্রশ্ন ।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে দরজা ভেঙে ব্যাংকে হানা , চুরি হয়নি টাকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584