মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নয়া নির্দেশিকায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে বিভ্রান্তিতে পড়ুয়ারা

0
44

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পরীক্ষা দিতে হবে কি হবে না, তা নিয়ে কিছুতেই বিভ্রান্তি কাটছে না কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের। কেন্দ্র-রাজ্যের টানাপোড়েনে রীতিমতো ঝুলছে তাদের পরীক্ষার ভবিষ্যৎ। কয়েকদিন আগেই কলেজ বিশ্ব বিদ্যালয়গুলির সুপারিশ মেনে রাজ্য সরকার ঘোষণা করেছিল, কলেজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করা হল।

Human Resource development | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু তারপরেই ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিকে পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ইউজিসির পর এবার একধাপ এগিয়ে নয়া নির্দেশিকা জারি করে কলেজ-বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজের ফাইনাল সেমিস্টার পরীক্ষা বাধ্যতামূলক। পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যেই কলেজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা মূল্যায়ন ও পড়ুয়াদের অ্যাকাডেমিক ভবিষ্যৎ গুরুত্ব দিয়ে এই পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে৷ যদিও রাজ্যের তরফে এখনও কেন্দ্রের নয়া নির্দেশিকা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুনঃ সিলেবাস নিয়ে ক্ষুব্ধ, টুইট করে মমতার প্রতিবাদ

এখন প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি পদক্ষেপ করবে? কেননা, ইতিমধ্যেই পরীক্ষা বাতিল করার ঘোষণা করা হয়েছে রাজ্যে৷ ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা বাতিল ঘোষণা করে নির্দেশিকা দিয়েছে৷ কিন্তু, কেন্দ্রের তরফে পরীক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা নতুন করে জল্পনা তৈরি করেছে৷ বিভ্রান্তিতে পড়েছেন বাংলার কয়েক লক্ষ পড়ুয়া৷

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও বলা হয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাধ্যতামূলক আর একই সঙ্গে পরীক্ষা মূল্যায়ন এবং ভর্তি প্রক্রিয়া সঙ্গে যুক্ত কর্মীদের ক্যাম্পাসে হাজিরা দিতেও বলা হয়েছে৷ এতদিন শিক্ষক ও শিক্ষাকর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন৷ তাঁদের ফের ক্যাম্পাসে ডেকে পাঠানো হয়েছে৷ কলেজ-বিশ্ববিদ্যালয় যে ফাইনাল সেমিস্টার হওয়ার কথা, সেটা বাধ্যতামূলক৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই পরীক্ষা নিতে হবে৷

আরও পড়ুনঃ অত্যাবশ্যক পণ্যের তালিকায় থাকছে না মাস্ক, স্যানিটাইজার

রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, খাতা পেন নিয়ে বা পরীক্ষা হলে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়া যাবে না৷ কিভাবে মূল্যায়ন করা হবে তার নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলার ২১টি বিশ্ববিদ্যালয়ের তরফে বিগত পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছেন৷ পাশাপাশি অভ্যন্তরীণ মূল্যায়ন ভিত্তিতে ২০ শতাংশ নম্বর দেওয়ার ক্ষেত্রে কাজ এগিয়ে গিয়েছে৷ তার মধ্যে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন নির্দেশিকায় নতুন করে তৈরি হয়েছে বিভ্রান্তি৷ এই নিয়ে রাজ্য শিক্ষামন্ত্রী কি পদক্ষেপ নেন, আপাতত তার অপেক্ষায় গোটা রাজ্যের শিক্ষা মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here