করোনাবিধি মেনে অবশেষে খুলল স্কুলের দরজা, খুশি পড়ুয়ারা

0
150

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে রাজ‍্যে খুলে গেল স্কুলের দরজা। যদিও শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। অন‍্যান‍্য সকল ক্লাস ছুটিই থাকছে। কোভিড পরিস্থিতির জেরে একাধিক বিধি নির্দেশিকা জারি করে স্কুল খুলল রাজ‍্য সরকার।

class room | newsfront.co
শ্রেণিকক্ষ ৷ নিজস্ব চিত্র

দীর্ঘদিন পর বিদ্যালয় খুলে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে৷ প্রত্যেকটি বিদ্যালয়ে প্রবেশ করার মুখে রয়েছে স্যানিটাইজার, প্রত্যেক ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা স্কুলে ঢোকার সময় হাত স্যানিটাইজ করে স্কুলে ঢুকতে লক্ষ্য করা যায় ৷

sanitization | newsfront.co
স্যানিটাইজেশন ৷ নিজস্ব চিত্র
tharmal checking | newsfront.co
স্কুল চত্বর ৷ নিজস্ব চিত্র

প্রত্যেকের মুখে মাস্ক ও লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি বিদ্যালয় শুক্রবার খোলার আগে বিদ্যালয় চত্বর স্যানিটাইজেশন করা হয়েছে বলেও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি দিব্যাঙ্গ ভোটাররা

ঝাড়গ্রাম জেলার একটি বিদ্যালয়ের ছাত্র বলে, ” দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার পর আজ স্কুল খোলায় আমরা খুবই আনন্দিত এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে করোনা বিধি মেনে আমাদের যে সমস্ত গাইডলাইন দিয়েছে আমরা তা মেনে স্কুলের মধ্যে প্রবেশ করছি, এতদিন পর স্কুল খোলায় স্বাভাবিকভাবে আমরা খুবই আনন্দিত ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here