নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একাদশ শ্রেণীতে ভর্তির ফি মকুবের দাবিতে বিক্ষোভে সামিল হলেন ছাত্রীরা।ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে অংশনেন অভিভাবকরাও।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের বারবিশাতে।এদিন বারবিশা গার্লস হাইস্কুলের গেটের সামনে ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে নামে।
তাদের দাবি একাদশ শ্রেণীতে ভর্তির ফি মকুব করতে হবে।এদিন ৩০ – ৩৫ জন ছাত্রী এই বিক্ষোভে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা। স্কুল থেকে জানানো হয়েছে ভর্তি হতে প্রায় ৮০০ টাকা লাগবে। কিন্তু অভিভাবকরা জানিয়েছেন,এই লকডাউনের সময় রেশনের চাল খেয়ে বেঁচে আছি। এই মুহূর্তে এত টাকা পাব কোথায়? এত টাকা দিয়ে কোন ভাবেই ভর্তি হওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ করোনা আবহে রায়গঞ্জ মেডিকেলের অব্যবস্থা নিয়ে সরব বাম যুবরা
তাই ছাত্রীদের দাবি, ভর্তির ফি সম্পূর্ণ মকুব করা হোক। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। যদিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেনি স্কুল কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কারও ভর্তি হতে অসুবিধে হয় তবে স্কুল দেখবে। কিন্তু ভর্তির ফি কমবে না। এর ফলে বিপাকে পড়েছেন ওই এলাকার বহু ছাত্রী। পরবর্তীতে এ নিয়ে আরও বড় ধরনের আন্দোলনে যাবে বলে জানায় ছাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584