নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার গুইয়াদহ এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায় একটি বালি বোঝাই লরি গোয়ালতোড় থেকে কলকাতার পথে যাচ্ছিল সেই সময় গুইয়াদহ কামারপাড়ায় মাদ্রাসার দুই ছাত্র রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বালি বোঝাই লরিটি দুই জন স্কুলছাত্রকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ছাত্রের।দুই ছাত্রের নাম সুরোজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি ।
তারা অষ্টম শ্রেণীর ছাত্র বলে এলাকা সূত্রে জানা যায়।এর পরেই গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।এর পর রাস্তায় কাঠ ফেলে রাস্তা অবরোধ করে এলাকাবাসী।ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে এবং খণ্ডযুদ্ধ শুরু হয়।
আরও পড়ুনঃ লরির চাকায় পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সেই যুদ্ধে এক পুলিশকর্মী গুরুতর আহত হন,আহত পুলিশকর্মীকে দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ পুলিশ নিয়মিত বাড়ি গাড়ি থেকে তোলা আদায়ের ঘটনার জেরেই এই দুর্ঘটনা,এর পরেই বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃত ওই দুই ছাত্রের দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
যদিও এই দুর্ঘটনার পরে চালক ও খালাসি পলাতক,গাড়িটিকে পুলিশ আটক করেছে,বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584