তিন দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দিলে মিলবে না ট্যাবের টাকা

0
103

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

tab | newsfront.co
প্রতীকী চিত্র

মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০০ টাকা দেওয়ার কথা বলেছেন, তার বাস্তবায়ন নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ এবং পড়ুয়ারা। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের বদলে ১০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী দাবি করেন, টেন্ডার ডেকেও ৯.৫ লক্ষ ট্যাব সরবরাহ করতে পারে এমন সংস্থা মেলেনি। সেই কারণে রাজ্য সরকার দেড় লক্ষের বেশি ট্যাব জোগাড় করতে পারেনি। তাই পড়ুয়াদের হাতে টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে পড়ুয়ারা তাদের সুবিধামতো ডিভাইস কিনে নিতে পারেন।

আরও পড়ুনঃ বীরপাড়ায় অনুষ্ঠিত হল চিত্র প্রর্দশনী

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবের বদলে টাকা পেতে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দাবি, কোনও মতেই ৩ দিনের মধ্যে ওই তথ্য ‘বাংলার শিক্ষা’ পোর্টালে জমা দেওয়া সম্ভব নয়। কারণ দ্বাদশের বহু ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই। আর এত দ্রুত কারোর পক্ষে অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। কাজেই যেসব ছাত্রছাত্রী ব্যাংক একাউন্ট নেই তাদের ক্ষেত্রে কী হবে তাও স্পষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী।

রাজ্যের সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সংগঠন স্টেট ফোরাম অফ হেড মাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসের তরফে সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শক আমাদের ২৮ ডিসেম্বরের মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করতে বলেছেন। কিন্তু বহু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টই নেই। যাদের রয়েছে তাদের ক্ষেত্রে সম্প্রতি ব্যাঙ্ক সংযুক্তিকরণের কারণে ফের কোড বদল হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ সারদাকাণ্ডে রাজীব কুমারকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের

একটু খোঁজ নিলেই জানতে পারবেন এখন অনেকগুলো ব্যাঙ্কে সংযুক্তিকরণ চলছে। তার ওপরে বাংলার শিক্ষা পোর্টালে দিনের মধ্যে সমস্ত তথ্য সেখানে আপলোড করা সম্ভব নয়।’সাধারণ নিয়ম মত আঠারো বছর বয়স না হলে তৈরি করা যায় না প্যান কার্ড।

আর প্যান কার্ড না থাকলে সাধারণত ব্যাঙ্কে সেভিংস একাউন্ট খোলার নিয়ম নেই। কাজেই এক্ষেত্রে অনেক দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের যে টাকা না পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা স্পষ্ট। বিরোধীদের দাবি, এটি নির্বাচনী গিমিক ছাড়া কিছু নয়। ইচ্ছা করে যাতে ছাত্র-ছাত্রীদের টাকা না দিতে হয় তার জন্য এমন বিভ্রান্তিমূলক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here