নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইসলামপুরের একদল পড়ুয়া। শহর সংলগ্ন বিভিন্ন এলাকা সার্ভে করে দেখেন, কোথায় প্রকৃত গরিব ও অসহায় মানুষ রয়েছেন। খুঁজে বের করে লকডাউনে সাহায্য করে চলেছেন তারা। নিজেরা চাঁদা তুলে ও টিফিনের খরচ বাঁচিয়ে তহবিল তৈরি করে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন।
ইতিমধ্যেই লকডাউন চলাকালীন শতাধিক মানুষের মধ্যে ওরা চাল, দল, আলু সোয়াবিন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য ও প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন। এরা সবাই কোনো একটি শিক্ষা কেন্দ্রের পড়ুয়া নয়। কেউ মেডিক্যালে পড়ছেন, কেউ পরছেন কলেজে বা স্কুলে।
আরও পড়ুনঃ সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে পরিযায়ী শ্রমিকদের খাওয়ালো স্বেচ্ছাসেবী সংস্থা
একদিন আলোচনা করতে গিয়ে ওদের মধ্যেই উঠে আসে এই সামাজিক দায়বদ্ধতার কথা আর সেই থেকেই শুরু। এখনো থামেননি ওঁরা। প্রতিদিন খাদ্যদ্রব্য নিয়ে পৌঁছে যাচ্ছেন গ্রাম থেকে শহরে। এরা হলেন রীতা সৌজন্য, গীতশ্রী,সায়ন,ঋতুস্মিতা,নিমন,শুভময় এবং নিধি সূত্রধর। ওরা পড়াশোনার ফাঁকে এই সংকটের মুহূর্তে সমাজের এই সেবা করছেন, যা প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584