নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষকদের তালা বন্দি করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা।শুক্রবার বেলা ২ টো নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার গঙ্গাদাসপাড়ার হাই স্কুলে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনার খবর পেয়ে স্থানীয় ডোমকল পৌরসভার কাউন্সিলরা ঘটনাস্থলে আসে ও শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা বসে ঘটনার সমস্ত সমাধান করেন।
স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো স্কুলে একাংশের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকল থানার গঙ্গাদাসপাড়া গোপীমোহন বিদ্যাপীঠ হাইস্কুলে। বিক্ষোভকারীদের অভিযোগ বেশ কিছু শিক্ষক স্কুলে প্রকাশ্যে ধুমপান করেন। তাছাড়া অনেক শিক্ষক শিক্ষিকা স্কুল ছুটির আগেই স্কুল ছেড়ে চলে যান।
আরও পড়ুনঃ বাড়ি তৈরি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ পঞ্চায়েতেই,উত্তেজনা এলাকায়
এরই প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীদের একাংশ ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি সহ জনাকয়েক কাউন্সিলর।
তারা কথা বলেন বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দা এবং শিক্ষক শিক্ষিকা দের সাথে।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাজাহান আলি বলেন, ‘ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের কিছু অভিযোগ ছিল।স্কুলের সার্বিক বিকাশের জন্য ছাত্রছাত্রী, শিক্ষকদের সাথে কথা বলে আমরা নিজেরাই সমস্যার সমাধান করে নিচ্ছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584