পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে পদত্যাগের দাবি নিয়ে সোমবার বিকেলে পথে নামলেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। চলতি মাসে বিশ্বভারতীর বিদ্যাভবন ছাত্রাবাসে কয়েকজন দুষ্কৃতী ছাত্রদেরকে ব্যাপক মারধর করে তারপর থেকেই বিশ্বভারতী জুড়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ তৈরি হয় উপাচার্যের বিরুদ্ধে। একের পর এক ছাত্র আন্দোলনে বিশ্বভারতীর উপাচার্য কার্যত কোণঠাসা হয়ে পড়েন।
ছাত্র-ছাত্রী বনাম উপাচার্য এই তরজা চলার মধ্যেই একটি ভিডিও আগুনে ঘৃতাহুতির মত কাজ করে। ভিডিওতে দেখা যাচ্ছে উপাচার্য একটি মোমবাতি মিছিলে হাঁটছেন পাশাপাশি ছাত্রদের মারধরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হওয়া অচিন্ত্য বাগদি এবং সাব্বির আলী বলে দুজন ছাত্রকে নির্দেশ দিচ্ছেন, ছাত্রদের ওপর ওষুধ প্রয়োগ করার পরামর্শ দিচ্ছেন। এরপর উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করা হয়। সোমবার বিশ্বভারতীর সমস্ত ছাত্র-ছাত্রীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাসনা গৃহের সামনে থেকে পদযাত্রা করে।
এদিকে ছাত্র ছাত্রীদের আন্দোলন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নির্দেশিকা জারি করেন সোমবার সকালে নির্দেশিকায় উপাচার্য নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীর কেন্দ্রীয় ভবন কেন্দ্রীয় পাঠাগার সহ একাধিক জায়গায় কোনভাবে জমায়েত করা যাবেনা পাশাপাশি ওই এলাকায় আটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যাতে আন্দোলনরত ছাত্রদেরকে সহজেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিশ্বভারতী কড়া পদক্ষেপ নিতে পারে। কিন্তু ছাত্রদের দাবি উপাচার্য যত দিন যাচ্ছে ততই ভয় পাচ্ছেন নানা রকম ফন্দি-ফিকির করে নিজেকে কেন্দ্রীয় ভবনের ভেতরে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন। উনি ভাবছেন ছাত্ররা হামলা করতে পারে কিন্তু স্পষ্ট বলে দেই ছাত্ররা গণ আন্দোলনে বিশ্বাসী সেটাও শান্তিপূর্ণ। হিংসা উপাচার্য করেছেন কারণ তিনি হিংসা বিশ্বাস করেন তাই হিংসার সাহায্য নিয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন গুণ্ডাবাহিনী দিয়ে। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের হাতে কোন অস্ত্র নেই, নেই কোন গুন্ডাবাহিনী, ছাত্রদের কোন বাহিনী নেই ছাত্রদের যেটা আছে সেটা হল কোলাহলের কলরব। বিশ্বভারতী জুড়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী যে হারে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন তার অবসান না হলে ছাত্ররা যেকোনো হিংসার সম্মুখীন হয়েও উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে শান্তিপূর্ণভাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584