নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দেরাদুন এবং পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে অধ্যয়নরত অনেক কাশ্মীরি শিক্ষার্থী অভিযোগ করেছেন যে ৩৭০ ধারা রদ হওয়ার পর তারা সময় মতো কলেজে উপস্থিত থাকতে না পারার জন্য তাদের ‘কলেজ লেট ফি’ দিতে হয়েছে এবং সংক্ষিপ্ত উপস্থিতির জন্য জরিমানাও হয়েছে।
একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার্থীরা জানিয়েছেন যে সময়মতো ফি জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের কাছ থেকে ৫০০০-১২০০০ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হচ্ছে, আর তা জমা না দিতে পারলে পরীক্ষায় বসতে না পারার নোটিশ জারি করা হয়েছে। কাশ্মীরি শিক্ষার্থীদের জন্য জরিমানা অথবা লেট ফি কখনওই এতো জোরালো ভাবে ধার্য ছিল না, কিন্তু হঠাৎ এই পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তায় পড়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির আন্দোলন
উত্তরাখন্ডের ক্যাবিনেট মন্ত্রী মদন কৌশিক জানিয়েছেন, এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। পরিস্থিতি বদলাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং টুইট করেছেন, “আমার রাজ্যে এমনটা কখনওই হতে দেব না। এতে শিক্ষার্থীদের কোনও দোষ নেই। কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতির জন্য শিক্ষার্থীদের কলেজে অনুপস্থিতি কখনওই লেট ফি বা জরিমানাতে পর্যবসিত হতে পারে না।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের এরকম অবস্থার পাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী দফতরের পাশে না থেকে তাদের মুখে ‘রুলবুক’ ছুঁড়ে মারার বিষয়টিকে অনেকেই তীব্র ভাবে সমালোচনা করেছেন।
৩৭০ রদের পর কাশ্মীরি জনজীবনে বাধা-বিপত্তি বেড়েছে বইকি কমেনি। এমতাবস্থায় সামান্য ‘লেট ফি’ বা ‘অ্যাটেনডেন্স’এর নিয়ম-কানুন জারি করা শুধুমাত্রই শিক্ষার্থীদের অসুবিধায় ফেলার জন্য—এমনটা অনেকেই মনে করছেন।
দেরাদুনের মায়া কলেজের বি-টেক ছাত্র ইরফান মহম্মদ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তার বাবা পেশায় ড্রাইভার। কাশ্মীরের বেহাল দশার এখনও কোনও বদল হয়নি। এই অবস্থায় সে জানতে পেরেছে চলতি সপ্তাহে তার কলেজ লেট ফি ৮০০০ টাকা থেকে বেড়ে ১২,০০০ টাকায় দাঁড়িয়েছে। তার কাছে এত পরিমাণ টাকা সঙ্গে সঙ্গে জোগাড় করা সম্ভব নয় এবং বাড়ির যা পরিস্থিতি তাতে সে বাবার কাছেও টাকা চাইতে পারবে না।
আলোচনার বিষয়, এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে তাদের আরও করুণ অবস্থার সম্মুখীন করে তাহলে তারা যাবে কোথায়—বিষয়টি বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584