শুভদীপ ভট্টাচার্য্যঃ
আন্দোলনেই জয় ছিনিয়ে নিল কলকাতা মেডিক্যাল কলেজ। একদিকে রাষ্ট্রিক ঔদ্ধত্য, অসহ্য দম্ভ আর উল্টোদিকে কয়েকটি জেদ আঁকড়ে থাকা, হার না মানা স্পর্ধাপূর্ণ শিরদাঁড়ার অসম লড়াইয়ে জিতল মেডিক্যাল কলেজ। তফাৎ বুঝিয়ে দিল শিরাদাঁড়ার। লড়াইয়ের ময়দানে থেকে ছিনিয়ে নিল জয়, আদায় করল দাবী। ছাত্রদের দাবী মেনে নেওয়ায় ১৪ দিনের মাথায় উঠল ডাক্তারি পড়ুয়াদের অনশন। আর এর পরেই ক্যাম্পাসে বিজয় উৎসবে মেতে উঠল ছাত্ররা।
এ তাদের কাছে এক স্বপ্নের ভোর, যাবতীয় প্রতিকুলতা সত্ত্বেও কেবলই স্পর্ধার জোরে জেতা এই যুদ্ধজয়ে, ছিনিয়ে আনা নতুন ভোরের কৃতিত্ত্ব গায়ে মেখে মিছিল করে পড়ুয়ারা। স্লোগানে স্লোগানে কলকাতার রাজপথে তখন বসন্তের আমেজ। যদিও ছাত্ররা এও জানায়, মঙ্গলবার যে মিছিলের ডাক দেওয়া হয়েছে কলেজ স্ট্রিটে সেটাই হবে আনুষ্ঠানিক বিজয় মিছিল।
বিগত বেশ কয়েক দিনে শিরোনামে কেবলই ছিল কলকাতা মেডিক্যাল কলেজ। আন্দোলন অনশন এর উদ্বিগ্নতা ছাপিয়ে ২১’মঞ্চ এর প্রভাবও ম্লান হয়ে গিয়েছিল। ছাত্রদের দাবির সমর্থনে পাশে দাঁড়িয়েছেন বহু বিশিষ্টজনও।আজ তার চুড়ান্ত প্রাপ্তি পেল পড়ুয়ারা-কর্তৃপক্ষের তরফে লিখিত নোটিশ হাতে পাওয়ার পর অনশন ওঠে কলকাতা মেডিক্যাল কলেজে।এরপরেই বিজয়োল্লাসে মেতে ওঠে মেডিক্যাল ছাত্রছাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584