নিজস্ব সংবাদদাতা, বোলপুরঃ
গতরাতে বিশ্ববিদ্যালয় চত্বরেই হোস্টেলের বাইরে আক্রান্ত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।গুরুতর আক্রান্তদের মধ্যে রয়েছে স্বপ্ননীল মুখার্জি (অর্থনীতি বিভাগ) ও দেবব্রত নাথ (সান্তালি ভাষা বিভাগ)।ঘটনায় অভিযোগের তির উঠেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি’র দিকে।
আক্রান্ত ছাত্র-ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তদের দাবি তারা তিন জনকে শনাক্ত করতে পেরেছে। আক্রমণকারীরা প্রত্যেকে বিজেপির সাপোর্টার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি বিদ্যুৎ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানায় তারা। আক্রান্তদের মধ্যে স্বপ্ননীল দাবী করে, যে ভিড় তাদেরকে ঘিরে রড, লাঠি দিয়ে পেটাচ্ছিল তাদের নেতৃত্বে ছিল বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র অচিন্ত্য বাগদি। অচিন্ত্য বাগদি কিছুদিন আগে তৃণমূলে ছিল। বর্তমানে সে বিজেপিতে যোগ দেয় এবং সে বিশ্ববিদ্যালয়ের ভিসি বিদ্যুৎ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও জানা যায়।
সূত্র মারফত জানা গেছে বিজেপির অচিন্ত্য, সাবির আলি বাস্ক ও শুভ কর্মকার এর নেতৃত্বে একটি দল উইকেট রড নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকে। ছাত্র ছাত্রীদের দাবি সেই দল ভিসি বিদ্যুৎ চক্রবর্তীর গাড়ির পিছনে পিছনে মোটর বাইক নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের সুরক্ষার দায়িত্ব থাকা অফিসার সুপ্রিয় গাঙ্গুলীও কোন পদক্ষেপই নেননি। উপরন্তু তিনি আক্রান্তদের বিরুদ্ধেই এফআইআর করার হুমকি দেন বলে দাবি ছাত্র-ছাত্রীদের।
ছাত্র ছাত্রীদের দাবি সারাদেশব্যাপী নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও জেএনইউ’এ ছাত্র-ছাত্রীদের আক্রমণ সহ বেশ কিছু বিষয় নিয়ে গত ৮ ই জানুয়ারি যে বন্ধ ডাকা হয়েছিল সেটা সফল করতে এই আক্রান্তদের যথেষ্ট ভূমিকা ছিল। তাই সেই ঘটনারই বদলা স্বরূপ ভিসি ও তার সাঙ্গপাঙ্গরা এই ঘটনা ঘটিয়েছেন।
আরো জানা গেছে বিজেপির রাজ্যসভার সংসদ স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে ও ভিসি বিদ্যুৎ চক্রবর্তীর ইচ্ছানুসারে ঐ একই দিনে অর্থাৎ ৮ই জানুয়ারি নতুন নাগরিকত্ব সংশোধনী আইন এর স্বপক্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করার চেষ্টা করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা বাধা দেয়। শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বাতিল হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584