নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিভিন্ন ইয়ারের ভর্তি ফি কমাতে হবে এই দাবিতে মঙ্গলবার থেকে দফায় দফায় আন্দোলন করে যাচ্ছিলেন রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা।শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারী ছাত্রীদের আলোচনায় বসার কথা ছিলো।
কিন্তু আলোচনায় কোন সমাধানসূত্র না মেলায় এদিন বিকেল থেকে কলেজের মূল গেট আটকে দিয়ে ফের বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা।মূল গেট বন্ধ করে রেখেছেন ছাত্রীরা।ভেতরে আটকে গিয়েছেন কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা।
এদিকে অবরোধে আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এম এ প্রথম বর্ষের ছাত্রী দেবজানি রায়।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।কলেজ অধ্যক্ষা জানিয়েছেন ছাত্রীদের দাবি মেনে ভর্তি ফি ৫০০ টাকা করে কমানো হয়েছে কিন্তু ছাত্রীরা তা মানতে রাজি হচ্ছে না।
আরও পড়ুনঃ কলেজের বর্ধিত ফি এর প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ
ছাত্রীদের দাবি ভর্তি ফি ১০০০ থেকে ১২৯০ টাকা কমাতে হবে।এ দিন রাত্রি ৮ টা পর্যন্ত কলেজের শিক্ষক শিক্ষিকা অফিসকর্মী কাউকে কলেজ থেকে বের হতে দেওয়া হয়নি কিংবা বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
রাত আটটার পর ছাত্রীরা অবরোধ তুলে নেয় এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে বলে তাঁরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584