দিল্লির রাজপথে প্রতিবাদে মুখর ঐশীরা, সঙ্গে সীতারাম-শরদ

0
69

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

৫ জানুয়ারি জেএনইউ-তে এবিভিপি-র মুখোশধারী গুণ্ডাদের বিশ্ববিদ্যালয়ে ভ্যান্ডালিজম এবং শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর বর্বরতার প্রতিবাদে আজ দিল্লির রাজপথে মিছিল বের হয়। দিল্লির মান্ডি হাউস থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা।

students protest flare up around delhi over jnu violence | newsfront.co
জেএনইউ-তে বর্বরতার বিরুদ্ধে নাগরিক মিছিল। চিত্র সৌজন্যঃ দ্য হিন্দু

মিছিলে যোগ দিয়েছিলেন, জেএনইউএসইউ-এর সভানেত্রী ঐশী ঘোষ। অন্যদিকে, মান্ডি হাউসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন সীতারাম ইয়েচুরী, শরদ যাদবরা।

আরও পড়ুনঃ আমেরিকার বিরুদ্ধে আর প্রতিশোধমূলক হামলা চায় না ইরান

জানা গেছে, পদযাত্রা ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল এ দিন। জেএনইউ-র গেটে পড়ুয়াদের মিছিল আটকায় পুলিশ। জানা গেছে, ক্যাম্পাসের বাইরে পড়ুয়াদের মিছিল নিয়ে যেতে পুলিশ বাধা দিয়েছে।

কিন্তু এদিকে হামলার ৪ দিন পরেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র মারফৎ জানা যায়, বুধবার হামলাকারীদের মধ্যে কয়েকজন মুখোশধারীকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তবে বিশদে এ ব্যাপারে কিছু বলেনি পুলিশ।

আরও পড়ুনঃ নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়করণের বিস্ফোরণে কেঁপে গঙ্গার এপার-ওপাড়

অন্যদিকে সার্ভার রুম ভাঙচুরের অভিযোগে ঐশী।ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here