নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
৫ জানুয়ারি জেএনইউ-তে এবিভিপি-র মুখোশধারী গুণ্ডাদের বিশ্ববিদ্যালয়ে ভ্যান্ডালিজম এবং শিক্ষার্থী ও অধ্যাপকদের উপর বর্বরতার প্রতিবাদে আজ দিল্লির রাজপথে মিছিল বের হয়। দিল্লির মান্ডি হাউস থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা।
মিছিলে যোগ দিয়েছিলেন, জেএনইউএসইউ-এর সভানেত্রী ঐশী ঘোষ। অন্যদিকে, মান্ডি হাউসে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন সীতারাম ইয়েচুরী, শরদ যাদবরা।
Citizens March demanding resignation of JNU VC from Mandi House to MHRD begins. Sitaram Yechury, Sharad Yadav, Mukul Wasnik, Brinda Karat and D Raja in solidarity. @IndianExpress @ieDelhi pic.twitter.com/xOnjiUa9EN
— Anya Shankar (@AnyaShankar) January 9, 2020
আরও পড়ুনঃ আমেরিকার বিরুদ্ধে আর প্রতিশোধমূলক হামলা চায় না ইরান
জানা গেছে, পদযাত্রা ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল এ দিন। জেএনইউ-র গেটে পড়ুয়াদের মিছিল আটকায় পুলিশ। জানা গেছে, ক্যাম্পাসের বাইরে পড়ুয়াদের মিছিল নিয়ে যেতে পুলিশ বাধা দিয়েছে।
JNUSU president Aishe Ghosh at the march. @IndianExpress @ieDelhi pic.twitter.com/u1E5h3amfD
— Anya Shankar (@AnyaShankar) January 9, 2020
কিন্তু এদিকে হামলার ৪ দিন পরেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। সূত্র মারফৎ জানা যায়, বুধবার হামলাকারীদের মধ্যে কয়েকজন মুখোশধারীকে সনাক্ত করেছে দিল্লি পুলিশ। তবে বিশদে এ ব্যাপারে কিছু বলেনি পুলিশ।
আরও পড়ুনঃ নৈহাটিতে বাজি নিষ্ক্রিয়করণের বিস্ফোরণে কেঁপে গঙ্গার এপার-ওপাড়
অন্যদিকে সার্ভার রুম ভাঙচুরের অভিযোগে ঐশী।ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584