নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গত ২৭ অগাস্ট শুক্রবার রাত থেকে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেন বহিষ্কৃত তিন ছাত্র। সেই অবস্থান পঞ্চম দিনে পা দিয়েছে মঙ্গলবার। কিন্তু সমাধান সুত্র মেলা তো দূরের কথা বরং তীব্রতর হয়েছে আন্দোলন।
অবস্থানরত ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন অনান্য ছাত্র সংগঠন , সংহতি জানিয়েছে ‘মেলার মাঠ বাঁচাও কমিটি’ , মঙ্গলবার ছাত্রদের সমর্থনে মিছিল করে এসএফআই, বুধবার মিছিল করতে পারে ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদও যোগাযোগ করতে পারে আন্দোলনকারী ছাত্রদের সাথে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মমতাকে রেড কার্পেটে অসমে স্বাগত জানাচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা, লাভ নাকি বিজেপির!
ইতিমধ্যে শান্তিনিকেতন থানায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং রেজিস্ট্রার অশোক মাহাতোর বিরুদ্ধে ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। পাশাপাশি নিরাপত্তা চেয়ে শান্তিনিকেতন থানায় ইমেল করে আবেদন জানিয়েছেন উপাচার্যও। এই পরিস্থিতির মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল প্রকাশ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে ,এমনটাই জানানো হয়েছে একটি নোটিস জারি করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584