নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গাছের সাথে স্কুল ও কলেজ পড়ুয়াদের মৈত্রীর বন্ধন সদৃঢ় করতে গাছে রাখি পড়াল স্কুল পড়ুয়ারা। বুধবার পশ্চিম মেদিনীপুরের শালবনির ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে রাখীবন্ধন কর্মসূচি হয়।
বিদ্যালয় চত্বরে সমস্ত গাছে তারা রাখি পরায় এবং বিদ্যালয়ের ফাঁকা জায়গায় চারা গাছ রোপন করে।
প্রতি বছর তাদের এই ধরনের কর্মসূচি হয়ে থাকে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি থাকায় এক দিন আগেই বিদ্যালয় এ ধরনের কর্মসূচি পালন করা হল।
আরও পড়ুনঃ চোরা শিকারি রুখতে বনদফতর সিআইএফের যৌথ টহলদারি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিতেস চৌধুরী বলেন বলেন, গাছের কোন বিকল্পটি নেই এবং পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে গেলে প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে।
তাই আমরা চাই গাছের সাথে যেন পড়ুয়াদের মৈত্রীর বন্ধন গড়ে ওঠে। ছাত্র জীবন পেরিয়ে গেলও গাছের সাথে তাদের জন্য সেই বন্ধনটা অটুট থাকে এবং সারা জীবন ধরেই যেন গাছ রক্ষণাবেক্ষণ করে ও গাছ লাগায়। ছাত্রের মধ্যে এই বোধ জাগানোর জন্য এ ধরনের কর্মসূচি বলে জানালেন প্রধান শিক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584