নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শিক্ষক দিবস। বুধবার দিনের শুরুতে ড.সর্বপল্লী রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহাসহ অন্যান্যরা। পাশাপাশি প্রয়াণ দিবসে মাদার টেরেসার প্রতিকৃতিতে মাল্যদান করে মাদারকে স্মরণ করা হয়।এদিন শিক্ষক শিক্ষিকাদের বিশ্রামে পাঠিয়ে রুটিন মেনে নীচু শ্রেণির ক্লাস নিলো উঁচু ক্লাসের দাদা দিদিরা।
হাজিরা খাতায় উপস্থিতি নেওয়া থেকে শুরু করে ঘন্টা বাজানো সবই করলো ছাত্র ছাত্রীরা।ছাত্র ছাত্রীদের নেওয়া ক্লাস গুলো বারন্দায় পায়চারী করতে করতে লক্ষ্য করলেন শিক্ষক শিক্ষিকারা।কাইফ বিশ্বাস,প্রিয়াঙ্কা ভূঞ্যা, শাহনাজ পারভীন,জুহিনা হোসেন,সাহাদুল খাঁন, কৃষ্ণা বাসুলী,বিন্দিয়া খাতুন সহ সব ছাত্র-ছাত্রীরাই মোটের উপর ভালো ক্লাস নিয়েছে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে সঞ্জয়সখা চাবরি, সুদীপ কুমার খাঁড়া,প্রদ্যুৎ জানা,মলয় সমাজপতিসহ অন্যান্যরা।ক্লাস নেওয়ার শেষে শিক্ষক শিক্ষিকাদের হাতে উপহার তুলে দিলো ছাত্র ছাত্রীরা। শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ করালেন।উপহার প্রদানের ক্ষেত্রে একটু ব্যাতিক্রমী উপহার দিয়ে শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানালো দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাতে তাদের হাতে চারাগাছ তুলে দিল দ্বাদশ শ্রেণীর সাহিল খাঁন, মুস্তাক সর্দার, শাহবাজ খাঁন, সোনম খাতুন সহ অন্যান্য ছাত্র ছাত্রীরা।ছাত্র ছাত্রীদের এই পদক্ষেপে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।
আরও পড়ুনঃ নয়াগ্রামে হাতির পাল আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামবাসীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584