নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া বনমালী কলেজে স্নাতক এবং স্নাতকোত্তরের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ভর্তি ফি মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ করা হয় স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে।
জানা যায় করোনা অতিমারি পরিস্থিতিতে তাদের কলেজ বন্ধ ছিল কিন্তু তাতেও কলেজের পক্ষ থেকে হঠাৎ করে নোটিশ জারি করা হয় ছাত্র-ছাত্রীদের ভর্তি ফ্রি দিতে হবে৷ তারই প্রতিবাদে পাঁশকুড়া বনমালী কলেজ গেটের কাছে অবস্থান-বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা ।
আরও পড়ুনঃ ছবি তুলে হাতে-হাতে স্বাস্থ্যসাথী কার্ড মানিকপাড়ায়
স্নাতকোত্তর ফিজিকসের ছাত্রী বিদিশা জানা বলেন-” করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় ভর্তির টাকা নেওয়া চলবে না ,সেমিস্টার ফি সম্পূর্ণ মুক্ত করতে হবে, অ্যাডমিশন ফী সম্পূর্ণ বাতিল করতে হবে, কলেজ বন্ধ থাকার কারণে ইলেকট্রিসিটির কোন ব্যবহার হয়নি অথচ কেন ইলেকট্রিক বিল দেব?ল্যাব ব্যবহার না করেও লাব্যের টাকা কেন দিতে হবে এই সমস্ত বিষয় গুলির উপর নির্ভর করেই আজকে আমরা সমস্ত ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিলে নেমেছি ৷
যতক্ষণ না আমাদের দাবি মানা হয় ততক্ষণ পর্যন্তই আমরা এই অবস্থান বিক্ষোভ করব।” এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয় কলেজ পড়ুয়াদের তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584