জন্মদিনে দুঃস্থদের মাঝে খাবার বিলিয়ে দিলেন পঞ্চায়েত সমিতির সদস্য

0
89

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিলিয়ে দিয়েই জন্মদিন পালন করলেন মালদহের রতুয়ার পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার।

subham sarkar celebrate birthday with poor | newsfront.co
নিজস্ব চিত্র

দেশজুড়ে চলছে লকডাউন। চতুর্থ দফার শেষ হয়ে শুরু হচ্ছে পঞ্চম দফা। দীর্ঘ লকডাউন এরমধ্যেই কর্মহীন হয়ে দিন কাটাচ্ছেন অনেকে মানুষ।

আরও পড়ুনঃ দিনহাটার যৌনপল্লীতে খাদ্য সামগ্রী দান চিকিৎসকের

সেই কর্মহীনতার অনটনকে দূর করতে এক অভিনব মানবিক উদ্যোগ নিল রতুয়া ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির দলনেতা শুভম সরকার। আজ ৩০ মে তাঁর জন্মদিন।

এবার কেক কেটে বা সেলিব্রেট করে নয়, দুঃস্থ ক্ষুধার্থদের মাঝে খাদ্যের জোগান দিয়ে জন্মদিন পালন করলেন পঞ্চায়েত সমিতির এই সদস্য।

এদিন সামাজিক দূরত্ব বিধি মেনে রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭-টি গ্রামে হাজারের বেশি দুঃস্থ পরিবারের মাঝে চাল,আলু বিলি করেন তিনি। এদিন ওই ত্রাণ বিলিতে সামিল হয়েছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের দলনেতা সিদ্ধার্থ সাহা সহ আরো অনেকে। শুভমবাবুর এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছন গোটা রতুয়াবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here