লক্ষ্মী পুজো উপলক্ষে শুভেন্দু অনুগামীদের বস্ত্র বিতরণ কাটোয়ায়

0
81

অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ

cloths | newsfront.co
বস্ত্র বিতরণ ৷ নিজস্ব চিত্র

কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল।

শারদ উৎসব উপলক্ষে কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীরা বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষের বস্ত্র বিতরণ করেছিলেন।

laxmi puja | newsfront.co
অনুগামী ৷ নিজস্ব চিত্র

দুর্গা পুজোর পরেও সেই বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুনঃ  রণগ্রাম সেতুর পরিদর্শনে মুর্শিদাবাদ জেলাশাসক

লক্ষ্মী পুজো উপলক্ষে, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১নং ব্লকের কারুলিয়া গ্ৰামে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার শুভেন্দু অধিকারীর অনুগামীদের পক্ষ থেকে সুজন সর্দার,সুমন্ত ঘোষ, দেবদাস চৌধুরী ও শশাঙ্ক দাস সহ একাধিক সদস্যরা। বৃষ্টি মাথায় নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামের সাধারণ মানুষ যেভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তা চোখে পড়ার মতো৷

এইদিন গ্ৰামের বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে মাস্ক ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই রকম উদ্যোগে স্বভাবতই খুশি স্থানীয় জনগন৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here